নিজস্ব প্রতিবেদন: বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু হয়েছে ব্রিটেনে। দ্রুত তারা দেশবাসীকে সুরক্ষিত করার পথে এগিয়ে চলেছে। সেই লক্ষ্যেই ব্রিটেন এবার ছাড়পত্র দিল মডার্নার টিকাকেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার টিকাকরণ নিয়ে খুবই দ্রুত এগোচ্ছে ব্রিটেন। ব্রিটেনে আগেই ফাইজার-বায়োএনটেক (Pfizer/BioNTech) এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছিল। এবার ছাড়পত্র পেল মডার্না (Moderna's Covid-19 vaccine)। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের (Britain medical regulator) তরফে এমনই জানানো হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্য়াট হ্যানকক (health minister Matt Hancock) জানান, ইতিমধ্যেই ১৫ লক্ষ ব্রিটেনবাসীকে টিকা দেওয়া হয়ে গিয়েছে। এবার মডার্নার মাধ্যমে এই প্রক্রিয়া আরও গতিশীল করা হবে। মোট ১ কোটি ৭০ লক্ষ ডোজ কেনার আবেদন জানানো হয়েছে।


Also Read: ভারতেই এখনও চালু হল না টিকা,মোদীর কাছে ভ্যাকসিন চাইলেন ব্রাজিল প্রেসিডেন্ট Bolsonaro