ওয়েব ডেস্ক: এক নজরে দেখে নিন তিনটে গুরুত্বপূর্ণ খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বিধ্বংসী আগুন পুনের বস্তিতে। প্রায় পঞ্চাশটি বস্তিবাড়ি পুড়ে ছাই। কমপক্ষে পাঁচজন জখম হয়েছেন। শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বস্তি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডার ফেটে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।   


২) সৌহার্দ্য। ভারত-পাকিস্তান বাস পরিষেবা। জম্মু-কাশ্মীর থেকে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক ফিরলেন দেশে। দুহাজার পাঁচে পুঞ্চ থেকে রাওয়ালকোট পর্যন্ত এই বাস পরিষেবা শুরু হয়। কিন্তু মাঝেমধ্যেই অশান্তির কারণে বন্ধ করে দিতে হয় এই পরিষেবা। ফের শুরু হল। সজল চোখে পরিজনদের বিদায় জানালেন পাকিস্তানি নাগরিকরা।  


৩) শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উত্সব। সাজ সাজ রব। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছেন না উদ্যোক্তারা। দুহাজার পনেরোয় দু-দুবার আইসিস হানায় কেঁপে ওঠে ফ্রান্স। এখনও তাড়া করে বেড়াচ্ছে সেই আতঙ্ক। চলচ্চিত্র উত্সবে যেন তাঁর আঁচ না পড়ে, তাই আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা।