ওয়েব ডেস্ক: বিশ্বের মঞ্চে আধারের জয়জয়কার। ভারতের বায়োমেট্রিক সণাক্তকরণ পদ্ধতির (আধার) ভূয়সী প্রশংসা করলেন খোদ বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ পল রোমার। পল রোমার বলেছেন, "আমার অভিজ্ঞতায় সবথেকে সুচারুভাবে ভারতই এই ব্যবস্থা সম্পাদিত করতে পেরেছে"।


বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ আরও বলেছেন যে, এই আধার ব্যবস্থাই অচিরে অর্থনেতিক যোগাযোগের ভিত্তি হতে চলেছে। তাঁর মতে, ভারতের এই প্রয়াস থেকে বিশ্বের অন্যান্য দেশের শেখা উচিত এবং বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসাবে ভারত যে প্রক্রিয়ায় এই ব্যবস্থা রূপায়িত করেছে তা অত্যন্ত চমকপ্রদ। উল্লেখ্য, ইতিমধ্যেই বিভিন্ন অনুদান ও ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু যেহেতু এখনও ১০০ শতাংশ মানুষের নাম নথীভূক্ত করা হয়নি, তাই মিড ডে মিলের মতো কয়েকটি ক্ষেত্রে আপাতত আধারের আবশ্যকতা ঘোষণা করেও তা প্রত্যাহার করা হয়েছে।


আরও পড়ুন- রাজ্যসভায় 'টিটকিরি'র সম্মুখীন 'হিন্দুস্থান কা শের'