মহাকাশ প্রতিযোগিতায় ফের গোহারা হারল চিন
মহাকাশ প্রতিযোগিতায় ফের গোহারা হারল চিন। ঢাকঢোল পিটিয়ে রকেট উত্ক্ষেপণ করতে গিয়েছিল বেজিং । বলা হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট । চিনা বিপ্লবের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় `লং মার্চ-৫ Y2`। কিন্তু, যান্ত্রিক ত্রুটিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহাকাশে পৌছয়নি ৮৭৯ টনের রকেট। ২৫ টন পর্যন্ত ওজনের স্যাটেলাইট ও যন্ত্রাংশ মহাকাশে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই রকেট। উত্ক্ষেপণের আগে দাবি করা হয় চিনের তরফে। এবার শিজিয়ান-১৮ স্যাটেলাইট নিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রকেটই ওড়েনি। মজার বিষয় হচ্ছে এই রকেটের ভরসাতেই চন্দ্রাভিযানের পরিকল্পনা করেছে চিনের মহাকাশ গবেষণা সংস্থা।
ওয়েব ডেস্ক: মহাকাশ প্রতিযোগিতায় ফের গোহারা হারল চিন। ঢাকঢোল পিটিয়ে রকেট উত্ক্ষেপণ করতে গিয়েছিল বেজিং । বলা হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট । চিনা বিপ্লবের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় 'লং মার্চ-৫ Y2'। কিন্তু, যান্ত্রিক ত্রুটিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহাকাশে পৌছয়নি ৮৭৯ টনের রকেট। ২৫ টন পর্যন্ত ওজনের স্যাটেলাইট ও যন্ত্রাংশ মহাকাশে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই রকেট। উত্ক্ষেপণের আগে দাবি করা হয় চিনের তরফে। এবার শিজিয়ান-১৮ স্যাটেলাইট নিয়ে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রকেটই ওড়েনি। মজার বিষয় হচ্ছে এই রকেটের ভরসাতেই চন্দ্রাভিযানের পরিকল্পনা করেছে চিনের মহাকাশ গবেষণা সংস্থা।