জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের প্রথম ঘূর্ণিঝড় ভয়ানক আঘাত হানল চিনে। চলছে ভয়ংকর গতির হাওয়া, হচ্ছে ভারী বৃষ্টি। সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয় গুয়ানদং এলাকা। চিনের সব চেয়ে জনবহুল প্রদেশ এই গুয়ানদং ছাড়াও একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল শনিবার বিকেলে গুয়ানদংয়ের মাওমিং শহরের উপকূলে আঘাত হানে এই ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে 'চাবা'। উপকূলে আছড়ে পড়ার সময়ে এর গতি ছিল ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার। চিনের জাতীয় আবহাওয়া কেন্দ্র  শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।


আবহাওয়া অফিস এ-ও জানিয়েছে, এই ঝড়ের জেরে আগামি দিনে আরও বৃষ্টিপাত বাড়বে। হবে ধস, জলমগ্ন হয়ে পড়বে এলাকা, হতে পারে বন্যাও।


ভয়ানক এই টাইফুনের জেরে সমুদ্রের এক বিশাল স্রোত একটি জাহাজের উপর আছড়ে পড়ে, আর তাতে দ্বিখণ্ডিত হয়ে যায় নৌযানটি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিন সাগরে। ইঞ্জিনিয়ারিং কাজকর্মের সঙ্গে যুক্ত ওই নৌযানটিতে ৩০ জন ব্যক্তি ছিলেন। নৌচালকদের তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হংকংয়ের দক্ষিণপশ্চিমে ৩০০ কিলোমিটার দূরে পর্যন্ত বাকিদের খোঁজ চলছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Chile: ২৮৬ গুণ বেশি বেতন তুলে বেপাত্তা কর্মী! ফোন করল অফিস; তারপর...?