নিজস্ব প্রতিবেদন: বিমানের ভিতর গরম লাগায় দরজা খুলে বিশুদ্ধ বাতাস নেওয়ার চেষ্টা করলেন এক চিনা যাত্রী। ভাগ্যিস সে সময় বিমান মাটিতে অবতরণ করে ফেলেছে। তবে, দরজা খুলতে গিয়ে যে বিপত্তি ঘটে, তা দেখে বিস্ময় খোদ ওই ব্যক্তিই। চেন নামে ওই যাত্রী জানিয়েছেন, আপদকালীন দরজা খুলতে গিয়ে পুরো দরজটাই খুলে নীচে পড়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লক্ষ মার্কিনি মেয়ের অনুপ্রেরণা কল্পনা চাওলা: ডোনাল্ড ট্রাম্প


ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনে মিয়ানইয়াং নানজিয়াও বিমানবন্দরে ৮এল৯৭২০ নম্বরের একটি উড়ানে। এই ঘটনায় চেন-কে আটক করেছে পুলিস। পুলিসের কাছে তিনি জানান, বিমানের ভিতর ভীষণ গরম এবং গুমোট হয়ে উঠেছিল। বাকি সহযাত্রীরাও অসহ্য হয়ে পড়েছিলেন। সে সময় বেরনোর জন্য দরজা খোলার চেষ্টা করেন তিনি। তবে, এভাবে দরজা খুলে নীচে পড়ে যাবে ঘুণাক্ষরে ভাবতে পারেনি বলে দাবি করেন চেন।


আরও পড়ুন- ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে পাক বংশোদ্ভূত মুসলিম


পুলিস জানিয়েছে, তদন্তের খাতিরে ১৫ দিনের জন্য আটক করা হয়েছে চেনকে। এমনকী তাঁকে ১১ হাজার ডলার জরিমানা করা হতে পারে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- পাল্টা সৌজন্য: উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চিনা বিদেশমন্ত্রী