জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনা সেনাবাহিনী ৩৮টি যুদ্ধবিমান এবং অন্যান্য যুদ্ধবিমান তাইওয়ানের কাছে উড়েছে। শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক এই তথ্য জানিয়েছে। স্ব-শাসিত এই দ্বীপের বিরুদ্ধে চিনের দীর্ঘকাল ধরে চলা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে ছয়টি নৌবাহিনীর জাহাজও দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক আর কী বলল?


মন্ত্রকের মতে, ১৯টি বিমান তাইওয়ান প্রণালীতে উড়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি Su-30 এবং দুটি J-16 বিমান। প্রণালীটি চিন এবং তাইওয়ানের মধ্যে একটি সর্বসম্মত অনানুষ্ঠানিক সীমান্ত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, TB-001 ড্রোনটি দ্বীপটিকে প্রদক্ষিণ করেছে।


চিনের আগ্রাসী মনোভাব সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনকে স্বাগত জানিয়েছেন। এরপর থেকেই চিন এমন পদক্ষেপ নিচ্ছে। উল্লেখযোগ্যভাবে, চিনা সরকার দাবি করে যে তাইওয়ান তাদের জাতীয় অঞ্চলের অংশ। অন্যদিকে তাইওয়ানের বর্তমান সরকার বলছে যে এই স্ব-শাসিত দ্বীপটি ইতিমধ্যেই একটি সার্বভৌম দেশ এবং এটি চিনের অংশ নয়।


আরও পড়ুন: Sudan Crisis: সুদানের গৃহযুদ্ধে চিন্তা বাড়ল ভারতের, রাজধানী খার্তুমে নিহত এক ভারতীয় নাগরিক


তাইওয়ান এবং অন্যান্য সরকারের মধ্যে সরকারী পর্যায়ে যেকোনও যোগাযোগের বিরোধিতা করে চিন। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর উভয় পক্ষ পৃথক হয়ে যায়। দ্বীপটি কখনওই চিনের অংশ ছিল না। যদিও চিন বলেছে প্রয়োজনে বলপ্রয়োগ করে মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করা হতে পারে।


চিন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দেখে, প্রয়োজনে একদিন জোর করে ফিরিয়ে নেওয়া হবে বলেও হুমকি দেয় তারা।


আরও পড়ুন: Poisoning With Cyanide: ভয়ংকর... প্রাক্তন প্রেমিক সহ ১২ বন্ধুকে সায়ানাইড বিষ দিয়ে হত্যা গর্ভবতী যুবতীর!


চিনা প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মিকে প্রসারিত ও আধুনিকীকরণ করেছেন এবং চিনের সশস্ত্র বাহিনী তাইওয়ানের তুলনায় ১৪ গুণ বেশি বলে মনে করা হয়।


তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে বলেছে যে তারা তাদের সামরিক প্রস্তুতি সম্পর্কে বাইরের মতামতকে সম্মান করে। কিন্তু সাম্প্রতিক চিনা সামরিক মহড়ায় এর প্রতিক্রিয়া দেখায় যে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে সক্ষম, দৃঢ় এবং আত্মবিশ্বাসী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)