নিজস্ব প্রতিবেদন: দু'দেশের আদায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু সেই 'ঐতিহ্যে' এবার ব্যত্যয় ঘটল। কেননা, মার্কিন প্রেসিডেন্টের ডাকা বৈঠকে বক্তৃতা দেবেন চিনা প্রেসিডেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলবায়ু পরিবর্তন নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলনের ডাক দিয়েছেন মার্কিন (US) প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। মোট ৪০টি দেশকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই চল্লিশের তালিকায় রয়েছে আমেরিকার প্রতিস্পর্ধী চিনও। কিন্তু চিন (China) আমেরিকার এই ডাকে সাড়া দিয়েছে। 


আরও পড়ুন: ফের বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর


শোনা গিয়েছিল, চিনের তরফে নাকি প্রথমে একটু দ্বিধাগ্রস্ততাই ছিল। কিন্তু পরে তারা তা কাটিয়ে উঠে সবুজ সংকেত দেয়। ওই বৈঠকে চিনের প্রেসিডেন্ট জিনপিং (Xi Jinping) শুধু যে অংশ নেবেন তা-ই নয়, তিনি একটি বক্তৃতাও দেবেন বলে জানা গিয়েছে।


জো বাইডেন প্রেসিডেন্টের গদিতে বসার পরেই বিশ্ব উষ্ণায়নকে গুরুত্ব দিয়েছেন। গত সপ্তাহে সাংহাইতে চিন ও আমেরিকার জলবায়ু প্রতিনিধিরা বৈঠকে বসেন। তাতে দুই দেশ বিশ্ব উষ্ণায়নকে যথোচিত গুরুত্ব দেওয়ার বিষয়ে একমত হয়। তার পরই প্রেসিডেন্ট জিনপিং বাইডেনের ডাকা বৈঠকে অংশ নিতে রাজি হন।


আশা করা যায়, দুই মহাশক্তিধর ও শিল্পোন্নত দেশের প্রধানের বৈঠক থেকে ইতিবাচক কিছুই বেরিয়ে আসবে।


আরও পড়ুন: করোনাকে হারিয়ে দিয়ে এখন বুক ভরে শ্বাস নিচ্ছে ইজরায়েল