করোনাকে হারিয়ে দিয়ে এখন বুক ভরে শ্বাস নিচ্ছে ইজরায়েল

ইজরায়েলের মোট জনসংখ্যার ৫৩ শতাংশেরও বেশি বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে।

Updated By: Apr 19, 2021, 10:37 PM IST
করোনাকে হারিয়ে দিয়ে  এখন বুক ভরে শ্বাস নিচ্ছে ইজরায়েল

নিজস্ব প্রতিবেদন: ইজরায়েলের এক খবরের কাগজে শিরোনাম--'ব্রিদিং ফ্রিলি'। কেন হঠা এই স্বাধীন ভাবে শ্বাস নেওয়ার প্রসঙ্গ?
 
আসলে কড়া ভাবে নিয়ম মানা এবং টিকাকরণে চূড়ান্ত সাফল্যই ইজরায়েলে (Israel) এনে দিয়েছে এই খোলা হাওয়া। যদিও এখনও চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। কারণ, বাকি পৃথিবী এখনও করোনা কবলিত (COVID-19 infection)।

আরও পড়ুন:  ব্রিটেনে এবার ভয় দেখাচ্ছে ভারত-স্ট্রেন

ইজরায়েলে ১৬ বছরের বেশি বয়স হলেই টিকা (vaccine)দেওয়া হচ্ছে। সেই হিসেবে ৮১ শতাংশ ইজরায়েলবাসীরই কোভিড টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। ইজরায়েলের মোট জনসংখ্যার ৫৩ শতাংশেরও বেশি বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। গত বছর ডিসেম্বরে সর্বপ্রথম টিকাকরণ শুরু করেছিল ব্রিটেন (UK)।  তার পরে টিকাকরণে ছাড়পত্র দেয় আমেরিকা (US)। এর পরেই টিকাকরণ চালু করেছিল ইজরায়েল। কিন্তু অন্য় দুই দেশ টিকাকরণে গতি হারালেও ইজরায়েল শুরু থেকেই এ বিষয়ে দারুণ কাজ করেছে। পাশাপাশি কড়া করোনাবিধিও তারা বজায় রেখেছে। তাই দেশটি করোনা মোকাবিলায় এত সাফল্য় পেয়েছে। 

এই মুহূর্তে ইজরায়েলে করোনা-সংক্রমণও যেমন কম, করোনারোগীর সংখ্য়াও তেমন কম। ফলে সে দেশের মানুষ এখন মাস্কহীন (MASK) ভাবে ঘর থেকে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন।

আরও পড়ুন: ফের বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর

.