নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়়ে পালাল কুখ্যাত ড্রাগ পাচারকারী। এনিয়ে দ্বিতীয়বার। কাই জি ফান নামে ওই চিনা দুষ্কৃতীর কাণ্ড থেকে থ জাকার্তার তাংগেরাং জেল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মজুতের কোনও সীমা রইল না আলু-পেঁয়াজের মতো পণ্য, সংসদে পাস Essential Commodities Bill


২০১৭ সালে ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়ে কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তার পর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেল কাই। সুড়ঙ্গটি গিয়ে শেষ হয়েছে একটি নিকাশী নালায়।


তাংগেরাংয়ের পুলিস প্রধান জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার জেল পালাল কাই জি। এবার জেলের অন্যান্য সঙ্গীদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গ দিতে অস্বীকার করে তারা।


আরও পড়ুন-বউবাজারে রূপান্তরকামী মহিলার শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত অ্যাডিশনাল ওসি 


জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিল কাই জি।


২০১৭ সালে পুলিস হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই পূর্ব জাভায় ধরা পড়ে যায় সে।