নিজস্ব প্রতিবেদন: কার্যত এখনও উত্তপ্ত লাদাখ সীমান্ত। কয়েক মাস আগের রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ এখনও কাটেনি। ফের সংঘর্ষ বাধানোর চেষ্টায় লাল ফৌজ। ২৯-৩০ অগস্ট রাতের অন্ধকারে উস্কানিমূলক কার্যকলাপ শুরু করেছিল পিএলএ যা কড়া হাতে রুখে দিয়েছে ভারতীয় সেনা। এমনই খবর মিলেছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক মারফৎ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু উল্টো সুর চিনের। চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা টপকানোর চেষ্টাই নাকি করেনি লাল ফৌজ। তাহলে কী করে তৈরি হলো সংঘর্ষের আবহ? উঠে এল চাঞ্চল্যকর প্রশ্ন।


চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজানের কথা অনুযায়ী সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেই সমঝোতা চলছে। কিন্তু বিগত কয়েক মাসে একাধিক আলোচনার পরেও মেলেনি রফাসূত্র। ভারত বারবার আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে জওয়ানরা  কোনও ফাঁক রাখবেন না, সে কথাও স্পষ্ট জানিয়েছে মোদী সরকার।


আরও পড়ুন: লাদাখে ফের উত্তেজনা তৈরি আগেই LAC-তে J-20 ফাইটার মোতায়েন চিনের!