নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের থেকেও জনসংখ্যা কম। সেই পাকিস্তানে এখন করোনা আক্রান্ত ১,৪৮,৯২১ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২,৮৩৯ জনের। করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছেন ইমরান। এরকম এক অবস্থায় করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার পন্থা বাতলে দিয়েছেন দেশের এক নেতা। শুনলে চোখ কপালে উঠবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কেরিয়ার ধ্বংস করে দিতে চাইছে খান পরিবার? সলমন খান-কে বয়কটের ডাক দিয়ে বিস্ফোরণ পরিচালকের



জমিয়েত উলেমা-ই-ইসলাম এর বর্তমান প্রেসিডেন্টে ফজল-উর-রহমানের একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি তাঁর বক্তৃতায় বলছেন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে। আমরা যত ঘুমাব, ভাইরাসও ততই ঘুমিয়ে থাকবে। আমাদের ক্ষতি করতে পারবে না। আমার যখন মরে যাই তখন ভাইরাসও মরে যায়।


আরও পড়ুন-'ঘর ঘর মে মোদী কি খত্', প্রধানমন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযানে সামিল দিলীপ সহ বিধায়ক-সাংসদরা


ফজল-উর-রহমান দাবি করেছেন, এক চিকিত্সক তাঁকে ওই কথা বলেছেন। এভাবেই একমাত্র করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা যাবে।


ভিডিয়োটি শেয়ার করেছেন এক পাক সাংবাদিক। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন ৩ লাখ মানুষ।


উল্লেখ্য, মঙ্গলবারই পাকিস্তানে করোনায় মৃত্যু হয়েছে ১১০ জনের। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরকম এক পরিস্থিতিতেও হু-র পরামর্শ মেনে দুৃসপ্তাহ অন্তর অন্তর লকডাউনে যেতে রাজি নয় পাকিস্তান।