নিজস্ব প্রতিবেদন : গুরুতর অসুস্থ দলাই লামা। একটি সংবাদ সংস্থার খবর অনুসারে তিনি প্রস্টেট ক্যানসারে ভুগছেন। ভারতে ও মার্কিন যুক্তরাষ্ট্রে দফায় দফায় চিকিত্সা চলছে এই তিব্বতি ধর্মগুরুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থাটির তরফে জানানো হয়েছে, সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর অবস্থাও সংকটজনক। দলাই লামার অসুস্থতার খবর ভারত ও চিন আগে থেকেই জানে বলে দাবি করেছে সংবাদ সংস্থাটি। যদিও, তিব্বতের তরফে এই বিষয়টি সম্পূর্ণ নস্যাত্ করা হয়েছে। তারা সাফ জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন দলাই লামা। তাঁর অসুস্থতার খবর ভিত্তিহীন।


এদিকে, ১৪তম দলাই লামার অসুস্থতার খবরে উঠেতে শুরু করেছে নতুন প্রশ্ন। বর্তমানে তাঁর বয়স ৮২। ফলে, প্রশ্ন উঠেছে তাঁর উত্তরসূরী এবার কে হবেন। যদিও, আগে থেকেই ঘোষণা করা হয়েছে, বর্তমান দলাই লামার ৯০তম জন্মদিনে উত্তরসূরীর নাম জানানো হবে।


আরও পড়ুন- ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের!