ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের!
জি-৭ বৈঠকের মাঝে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন ডন।
![ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের! ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/11/123866-mdfbdfgjfdgfdjgdfgdjfd.jpg)
নিজস্ব প্রতিবেদন : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমগ্রীর উপর চড়া শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
জি-৭ বৈঠকের মাঝে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন ডন। সেখানে তিনি বলেন, ''আমাদের দেশ থেকে বেশ কয়েকটি সামগ্রী আমদানি করে ভারত। সেগুলির মধ্যে কয়েকটিতে ১০০ শতাংশ আবার কিছু ক্ষেত্রে ৭৫ বা ৫০ শতাংশ শুল্ক লাগু করছে ভারত। ফলে, সমস্যা তৈরি হচ্ছে। শুধু ভারতই নয়, এই একই ধরনের শুল্ক ব্যবস্থা রয়েছে আরও কয়েকটি দেশে।'' ট্রাম্পের কথায়, ''সেসব দেশের সঙ্গে আমরা কথা বলছি। প্রয়োজনে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতেও আমরা পিছপা হব না।''
মার্কিন প্রসিডেন্ট বলেন, আমরা একাধিক পণ্যের উপর থেকে আমদানি শুল্ক নেওয়া বন্ধ করে দিয়েছি। এর ফলে সাধারণ মানুষের কাছে যেমন সেসব পণ্য সহজলভ্য হচ্ছে, তেমনই উপকৃত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলি।
আরও পড়ুন- কিমের কয়েক ঘণ্টা পরেই সিঙ্গাপুরে পৌঁছলেন ট্রাম্প-ও