জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন পডকাস্টার জো রোগানের এক অনুষ্ঠানে এসে স্রেফ বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পডকাস্টে ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে তিনি বিশেষ করে তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনায় মুখর ছিলেন। আর এই সব কথা বলতে বলতেই আলোচনার এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের চলতি যুদ্ধ-বিগ্রহের বিষয়টি উঠে আসে তাঁর কথায়। আর সেখানেই তিনি বলেন, 'নবীরা বলে গিয়েছেন, পৃথিবীর ধ্বংসযজ্ঞ বা কেয়ামত মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Basirhat Sangrampore Kali: আশ্চর্য! ঘন ঘোর রাতে রাজা দেখলেন গভীর বনের ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে...


এ সময় সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে উদ্দেশ্য করে ট্রাম্প জানান, তিনি এই অঞ্চল সম্পর্কে নবীদের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেন। তিনি দাবি করেন, এটি এমন এক অঞ্চল যেখান থেকে বিশ্বের ধ্বংসযজ্ঞ বা কেয়ামত শুরু হবে। ট্রাম্প উপস্থাপককে লক্ষ করে বলেন, এমন কিছু নবী আছেন যাঁরা বলেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে! তিনি বলেন, নবীরা বলে গিয়েছেন, কেয়ামত শুরু হবে মধ্যপ্রাচ্যেই!


ইজরায়েলের যুদ্ধের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন, বাইডেন ইজরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, ইজরায়েল যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার উপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হত। ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইজরায়েলে শোনা উচিত হবে না। এদিকে ট্রাম্প মিশিগানে একটি সমাবেশে ইরানে ইজরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ইরানের সামরিক ঘাঁটিগুলিতে ইজরায়েল আক্রমণ করছে। আমাদের একটি যুদ্ধ চলছে এবং কমলা হ্যারিস পার্টি করছেন!


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার অন্যতম এক কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারণে শ্বাসরুদ্ধকর এক প্রতিযোগিতা চলছে সেখানে। আর এই প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীরই অন্যতম অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ইজরায়েল। কে কত ইহুদিপ্রেমী-- তা প্রমাণে কয়েক মাস যাবৎ বাগ্‌যুদ্ধ চলছে।


আরও পড়ুন: Bengal Weather Update: এবার শুরু শুষ্ক আবহাওয়ার দিন! জেনে নিন পাকাপাকি ভাবে কবে থেকে পড়ছে শীত...


এর আগেও এক প্রচারসভায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না। তিনি ইহুদিবিরোধী। গত জুলাইয়ে মার্কিন কংগ্রেসের অধিবেশনে  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ কমলা হ্যারিস এড়িয়ে গেছেন। কারণ তিনি ইহুদি ধর্মের মানুষদের পছন্দ করেন না। তিনি ইজরায়েলও পছন্দ করেন না।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)