নিজস্ব প্রতিবেদন: কী ভাবে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল তা বরাবরই এক বড় প্রশ্ন। বা পৃথিবীর বাইরে অন্যত্র কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সেটাও বড় প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট ভাবে মেলেনি। তবে, জ্যোতির্বিজ্ঞানীদের নিরন্তর নানা গবেষণায় এই সব প্রশ্নের উত্তরের কাছাকাছি পৌঁছনোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এমন নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যারা রেডিয়ো তরঙ্গ দিচ্ছে। এই তরঙ্গের মাধ্যমে ওই নক্ষত্র তার আশপাশের গ্রহদের অস্তিত্বেরও ইঙ্গিত দিচ্ছে। জানা গিয়েছে, এই সমস্ত রেডিয়ো তরঙ্গ বিশ্বের সব চেয়ে শক্তিশালী রেডিয়ো অ্যান্টেনা Low-Frequency Array (LOFAR)-র মধ্যে ধরা পড়েছে। নেদারল্যান্ডসে রয়েছে এই শক্তিশালী রেডিয়ো অ্যান্টেনা।


জানা গিয়েছে, এই সমস্ত সিগন্যাল পর্যবেক্ষণ করেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরিতে থাকা তাঁর সহকর্মীরা। ১৯টি লাল বামন নক্ষত্র থেকে এইসব রেডিয়ো তরঙ্গ আসছে বলে শনাক্ত করা গিয়েছে। এদের মধ্যে অন্তত চারটি নক্ষত্রকে তাদের আশপাশের প্রদক্ষিণকারী গ্রহের অবস্থান দ্বারা ভালভাবে ব্যাখ্যা করা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের গ্রহরা শক্তিশালী রেডিয়ো তরঙ্গ পাঠায়, এ মোটামুটি সবাই জানে। বলা হচ্ছে, এইসব গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র যখন সৌরঝড়ের মুখোমুখি হয়, তখন রেডিয়ো তরঙ্গের সৃষ্টি হয়। তবে 'আওয়ার সোলার সিস্টেমে'র বাইরেও যে রেডিয়ো তরঙ্গের বিস্ফোরণ ঘটে এবং তার মাধ্যমে অন্য গ্রহের অস্তিত্ব জানা যায়, সেকথা নতুন করে জানা গেল।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Pluto: সূর্য থেকে দূরে সরছে Pluto; পাতলা হচ্ছে তার বায়ুমণ্ডলও