নিজস্ব প্রতিবেদন: রিখটাল স্কেলে কম্পনের মাত্রা ছিল  ৭.১! প্রবল ভূমিকম্পের পর সুনামি সতর্কতা (Tsunami Alert) জারি করা হল জাপানে (Japan)। আশঙ্কা, সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে ১ মিটার উঁচু ঢেউ! ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কোনও ক্ষতি হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘড়িতে তখন ৮টা। এদিন রাতেই আচমকাই ভূমিকম্প হয় রাজধানী টোকিও-সহ জাপানে বিস্তীর্ণ এলাকায়। স্রেফ একবার নয়, পরপর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবর মেলেনি।


 



ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল (epicentre) ছিল রাজধানী টোকিও-র কাছেই। এপিসেন্টারের অবস্থান টোকিও থেকে ২৯৭ কিমি উত্তর-পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কিমি গভীরে। ইতিমধ্যেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ২০ লক্ষ বাড়িতে। সুনামির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়াকে কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল NATO? না হলে হঠাৎ সামরিক মহড়া কেন?


এর আগে, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল জাপানে। সেবার রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৯। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্ব এশিয়ার এইমদ্বীপরাষ্ট্রে। বাদ যায়নি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রও। এবার কম্পনের মাত্রা অবশ্য অনেক কম। কিন্তু ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।