Order of the Nile to PM Modi: এবার মিশরের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী! কেন দেওয়া হল তাঁকে এই শিরোপা?
Order of the Nile to PM Modi: ফিজি ও পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ পুরস্কার আগেই জুটেছিল। জুটেছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বহুল প্রশংসাও। এবার মিশর। জুটল সে দেশের সর্বোচ্চ সম্মান। বিশ্ব জুড়ে মোদীর জয়-জয়কার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরের পর রাষ্ট্রীয় সম্মান জুটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে। এবার মিশর।
মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, 'অর্ডার অব দ্য নাইল' পেলেন মোদী। মিশর সফরের দ্বিতীয় তথা শেষ দিনে, অর্থাৎ, আজ রবিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরীয় প্রেসিডেন্ট। মোদী এই মিশর-সফরে কায়রোর ১১ শতকের প্রাচীন একটি মসজিদে গিয়েছিলেন।
এই দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদীকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন মিশরের প্রেসিডেন্ট এল-সিসি। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসিকে। কূটনৈতিকদের মতে, এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর মিশর সফর আসলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির দিকেই ইঙ্গিত করছে। দুই দেশই তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করে তুলতে আগ্রহী।
রাজতন্ত্রের আওতাধীন মিশরে ১৯১৫ সালে দ্য অর্ডার অব দ্য নাইল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তখন সেটি ছিল সামরিক সম্মান। ১৯৫৩ সালে সেই দেশে রাজতন্ত্রের অবলুপ্তি ঘটে। এরপর, 'দ্য অর্ডার অব দ্য নাইল' পুরস্কার মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে নির্দিষ্ট করা হয়।
আরও পড়ুন: Ancient Mayan City: গভীর জঙ্গলের মধ্যে মায়া-'পাথরের স্তম্ভ', পিরামিড! কোথা থেকে এল?
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রথম মহাকাশে পা রাখা নভোশ্চর ইউরি গ্যাগারিন, বাংলাদেশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সৌদির বাদশা সলমান বিন আব্দুলাজিজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মানে ভূষিত করা হয়েছিল। এবার মোদী।