জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাছেরা ঘুমায় কিনা, এ নিয়ে প্রশ্ন আছে। বিজ্ঞানীরা সেই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং জানিয়েছেন যে মাছেরাও ঘুমায়। তবে মাছের ঘুম আমাদের মতো নয়, তাদের ঘুমের ধরন কিছুটা আলাদা। মাছেদের ঘুম আমাদের মত চোখ বন্ধ করে শুয়ে থাকার মত নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Skin Care After Sindoor Khela: দশমীতে সিঁদুর খেলায় মাতছেন! ত্বকের ক্ষতি ডেকে আনছেন না তো?


কারণ বেশিরভাগ মাছেরই চোখের পাতা নেই, তাই তারা চোখ খোলা রেখে ঘুমায়। ঘুমের সময় মাছেরা সাধারণত কম নড়াচড়া করে, তাদের শরীর স্থির থাকে এবং তাদের শ্বাস-প্রশ্বাসের হারও ধীরে চলে আসে। তবে এরা সম্পূর্ণভাবে ঘুমে অচেতন থাকে না। অর্থাৎ তাদের স্নায়ুতন্ত্র সক্রিয় থাকে। ফলে তারা যেকোনো হুমকি এলে দ্রুত সাড়া দিতে পারে। অনেক মাছ জলের ভেতর অক্সিজেন গ্রহণ করে গিলসের মাধ্যমে, ফলে তারা স্থির থাকলেও শ্বাস নেওয়া কখনোই বন্ধ হয় না।


আরও পড়ুন, EXPLAINED | Most Expensive Mahindra Thar Roxx: নিলামে মাহিন্দ্রার গাড়ি বিক্রি হল ১.৩১ কোটিতে! এমন কী বিশেষত্ব রয়েছে এই মডেলে?


বিজ্ঞানীরা মাছের ঘুম নিয়ে গবেষণা করেছেন এবং দেখেছেন যে ঘুম বা বিশ্রাম হলো একটি প্রক্রিয়া, যা প্রায় সব প্রাণীর শরীরে প্রয়োজন হয়। সেরকমই মাছেরও ঘুমের দরকার হয়, কারণ ঘুমের মাধ্যমে তারা তাদের শরীরের ক্লান্তি দূর করে এবং মস্তিষ্ক পুনরুজ্জীবিত হয়। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে, মাছেদের ঘুম বঞ্চিত করলে তারা মনোযোগ হারায় এবং তাদের আচরণে পরিবর্তন আসে। এটা অনেকটা মানুষের ঘুম বঞ্চিত হওয়ার মতোই। ঘুমের সময়ও মাছেরা শ্বাস নেয়, তবে সেই সময় তাদের শ্বাস-প্রশ্বাসের হার কম হয়ে যায়। অনেক মাছ জলের ভেতর অক্সিজেন গ্রহণ করে গিলসের মাধ্যমে, ফলে তারা স্থির থাকলেও শ্বাস নেওয়া কখনোই বন্ধ হয় না।


আরও পড়ুন, Love at First Sight: মেয়েরা পাথর, ছেলেরা নরম! বিজ্ঞানই বলছে, প্রেমে পড়লে বুদ্ধি কমে...


মাছেদের ঘুমের ধরন অনেকটা তাদের প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়। কিছু মাছ গভীর ঘুমে ডুবে যায় না, তারা এমনভাবে বিশ্রাম নেয় যা তাদের সচেতন রাখে এবং চারপাশের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না। আবার কিছু মাছ ধীরে ধীরে জলের নিচে গিয়ে ঘুমায়, যাতে তারা অক্সিজেন গ্রহণের প্রক্রিয়াও চালিয়ে যেতে পারে। যেমন হাঙ্গর, জলপ্রবাহের মাধ্যমেই এদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া চলে। ফলে এরা সবসময় সাঁতার কাটতে বাধ্য। তবুও এরা ঘুমায়, তবে ঘুমের সময় হাঙ্গর কম নড়াচড়া করে এবং ধীরে ধীরে সাঁতার কাটে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)