Love at First Sight: মেয়েরা পাথর, ছেলেরা নরম! বিজ্ঞানই বলছে, প্রেমে পড়লে বুদ্ধি কমে...
Couple Love Tips: বিশেষজ্ঞরা এ-ও জানিয়েছেন যে, প্রেমে পড়লে নাকি মানুষের বুদ্ধি কমে যায়? এই যুক্তি ঠিক কতটা সত্য?
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
বিজ্ঞানীদের মতে, প্রেমে পড়ার সময় মানুষ তাদের আবেগে তীব্র পরিবর্তন অনুভব করে, যা মনকে অপ্রতিরোধ্য আনন্দ ও উচ্ছ্বাসে পরিপূর্ণ করে তোলে। ফলে মানুষকে অনেক বেশি সুখী বোধ করেন। গবেষকরা ৪৩ জন যুবককে নিয়ে একটি পরীক্ষা চালান। যারা এক থেকে ৬ মাস ধরে প্রেম করছেন। অংশগ্রহণকারীরা ধাপে ধাপে বেশ কয়েকটি পরীক্ষা দেন। প্রতিবার পরীক্ষার আগে তাদের রোমান্টিক গান শুনিয়ে প্রিয়জনের কথা চিন্তা করতে বলা হয়েছিল।
4/6
5/6
6/6
গবেষকরা আরও বলছেন, একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার শুরু থেকেই আমরা প্রিয়জনের প্রতি আবেশীভাবে মনোযোগী হয়ে উঠি। আর এ কারণে দৈনন্দিন কাজগুলোর পাশাপাশি কাজ বা পড়াশোনায় আমাদের মনোযোগ কমে যায়। আর এক গবেষণায় জানা গিয়েছে, প্রথম দেখায় ভালোবাসার (Love at First Sight) ক্ষেত্রে ছেলেরা মাত্র ৮.২ সেকেন্ডে প্রেমে পড়ে যায়। অন্যদিকে, মেয়েদের লাগে ১৩৯ দিন।
photos