নিজস্ব প্রতিবেদন: যাত্রী নামিয়ে পেছনে ঘুরতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ২ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ঢুবে গেল একটি লঞ্চ। এখনও পর্যন্ত ৩০ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকেই। কতজন জলে তলিয়ে গিয়েছেন তার সংখ্যা এখনও জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা ঢুকে পড়ল মন্ত্রিসভায়, কোভিড পজিটিভ খোদ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী


স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর চারটে নাগাদ চাঁদপুর থেকে ময়ূর-২ নামে একটি লঞ্চ যাত্রী নামায় লালকুঠি ঘাটে। তার পর সেটি চাঁদপুর ফিরে যাওয়ার জন্য ঘুরতেই পেছনে থাকা মর্নিং বার্ড নামে অন্য একটি লঞ্চের সঙ্গে তার ধাক্কা লাগে। প্রবল ধাক্কায় সেটি ডুবে যায়। বুড়িগঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যান যাত্রীরা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে ওই লঞ্চটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন।


আরও পড়ুন-করাচি স্টক এক্সচেঞ্জে ভয়ঙ্কর জঙ্গি হামলা; এখনও পর্যন্ত নিহত ১০, আহত বহু


বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রধান রোজিনা ইসলাম বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের উদ্ধারে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিআইডাবলিউডির কর্মীরা।  বিআইডাবলিউডির আধিকারিক মহম্মদ সেলিম জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে সদরঘাটে আসছিল। ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।