নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ার বৃহত্তম তেল সংশোধনাগারে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিস্ফোরণের শব্দে হার্ট অ্যাটাক হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় পরিবারগুলিকে অন্যত্র সরানোর কাজ দ্রুত শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার (Indonesia) ওই তেল সংশোধনাগারের সন্নিহিত এলাকা। তারপর আগুন গ্রাস করতে থাকে আশপাশের সব। পশ্চিম জাভায় অবস্থিত বলোনগান সংশোধনাগারটি সরকারি তেল সংস্থা পার্টামিনার (Pertamina’s Balongan oil refinery)৷ স্থানীয় এক বাসিন্দা বলছেন, আওয়াজ শুনে তিনি জানলার বাইরে তাকাতেই দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। সেই আগুন যেন আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে!


আরও পড়ুন: মায়ানমারে গত দু'মাসের মধ্যে সব চেয়ে খারাপ দিন, মৃত্যু ৬৪ আন্দোলনকারীর


Pertamina President Director Nicke Widyawati জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং তিনি আশ্বস্ত করেছেন, এই দুর্ঘটনার জেরে তেল নিয়ে কোনও সঙ্কট তৈরি হবে না।


এই ঘটনায় কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের খোঁজ চলছে।


আরও পড়ুন: অবশেষে মুক্ত! ভেসে পড়ল সুয়েজে আটকে থাকা পণ্যবাহী জাহাজ