নিজস্ব প্রতিবেদন: ঘুমন্ত অবস্থাতেই গরম জলে সেদ্ধ হয়ে গেলেন সবাই। এক দুজন নয়। এক শিশু-সহ ৫ জনের প্রাণ কেড়ে নিল রাশিয়ার এক হোটেলে মধ্যরাতের এক দুর্ঘটনা। ভয়ঙ্কর ওই ঘটনাটি ঘটেছে রাশিয়ার পেরম শহরের এক হোটেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'দিলীপবাবু মানুষ নন, আর মোদী তো লাখি কোট-চশমা পরে মার্কেটিং করছেন'


সোমবার মধ্যরাতে আচমকাই ফেটে যায় হোটেলের গরম জলের পাইপ। বিপুল পরিমাণ গরম জল বেরিয়ে তা ঢুকে পড়ে বেসমেন্টে হোটেলের ঘরে।  ঘুমের মধ্যেই গরম জলে সেদ্ধ হয়ে যান ৫ জন।  উল্লেখ্য, একটি আবাসনের বেসমেন্টে ছিল মিনি হোটেল কারামেল নামে ওই হোটেলটি।


পাঁচ জনের পুড়ে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। নিকটবর্তি হাসপাতালের চিকিত্সক আন্দ্রে বাবিকভ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৩৩ বছরের এক মহিলা আবাসিকের দেহের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে।  এছাডা়ও ২৮ বছর ও ৩৫ বছরের দুই তরুণের অবস্থা আশঙ্কাজনক।


আরও পড়ুন-কৃষকদের থেকে দেড়গুণ দামে জমি কিনবে সরকার, জমিজট কাটল লুধিয়ানা টু ডানকুনি ফ্রেট করিডরের  


এদিকে ওই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রদেশের গভর্নর ম্যাক্সিম রেসেন্টিকভ জানিয়েছেন, এনিয়ে তদন্ত হবে। দেখা হবে কার গাফিলতিতেই এতবড় ঘটনা ঘটল।  উদ্ধারকারী দলকে ধন্যবাদ দিতেই হবে।  উদ্ধারকাজে গিয়ে তাদের দেহও পুড়ে গিয়েছে।