নিজস্ব প্রতিবেদন: জলের নীচে পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশাল এক বোমা ফাটিয়ে ধ্বংস করল পোলান্ডের সেনা। বলা ভালো বোমাটি নিষ্কৃয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটল বোমাটিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়িতে পড়ে থাকা ৫ হাজার কেজির ওই বোমার বিস্ফোরণে জল লাফিয়ে উঠল কয়েক তলা বাড়ির সমান।


পড়ুন-বৃষ্টির জলে ভেসে যাচ্ছেন মানুষও!



১৯৪৫ সালে নাত্সি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলে রয়্যাল এয়ারফোর্স। এই বোমার নিক নেম টল বয়। আর্থকোয়েক বোমা নামেও এটির পরিচিতি রয়েছে।


উত্তর পোল্য়ান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময়ে ওই বোমাটির হদিশ পাওয়া যায়। জলস্তরের ১২ মিটার নীচে শুধুমাত্র মুখ বেরিয়ে ছিল এটির। বোমাটি লাম্বায় ৬ মিটার। ভেতরে ছিল ২.৪ টন টিএনটি।


বোমাটি যেখানে পড়ে ছিল তার থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে একটি ব্রিজ। ফলে প্রথমদিকে পোলান্ড নেভি বিস্ফোরণ ঘটিয়ে বোমাটিকে নষ্ট করে ফেলার পরিকল্পনা বাতিল করে। বরং তারা বিশেষ কৌশল কাজে লাগিয়ে বোমার ভিতরে থাকা বিস্ফোরক নিষ্কৃয় করার পরিকল্পনা করে। আর মঙ্গলবার সেই কাজ করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে ফেটে যায় বোমাটি।


পড়ুন-সোনার মুকুট, সোনার গয়না! ২৫ কিলো সোনায় সাজছে শ্রীভূমির দুর্গা


বোমাটি নিষ্কৃয় করার আগে এলাকা থেকে ৭৫০ জনকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। এলাকার ১৬ কিলোমিটার মধ্যে সব জলযান বন্ধ করে দেওয়া হয়। তার পরেই অপারেশনে নামে সেনা।