সোনার মুকুট, সোনার গয়না! ২৫ কিলো সোনায় সাজছে শ্রীভূমির দুর্গা

Oct 14, 2020, 19:22 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : প্রতিবারের মত এবারও চমক শ্রীভূমিতে। ২৫ কিলো সোনার গয়না পরানো হচ্ছে শ্রীভূমির দুর্গা প্রতিমাকে। 

2/7

শ্রীভূমিতে এবার প্রতিমাকে পরানো হচ্ছে সোনার মুকুট, সোনার হার। গয়না তৈরি করেছে সেনকো গোল্ড। শুধু দুর্গা প্রতিমা নয়, অন্য প্রতিমাদের অঙ্গেও থাকছে সোনার সাজ।

3/7

এবছর ৪৮ বছরে পড়ছে শ্রীভূমির পুজো। এবারের থিম কেদারনাথ। মন্ত্রী সুজিত বসু জানান, এবার মায়ের গয়না কেদারনাথের আদলেই করা হয়েছে।

4/7

মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে খ্যাত এই পুজো এবার করোনার কথা মাথায় রেখে ভার্চুয়াল দর্শনের পথেই হাঁটছে। ঘরে বসেই প্রতিমা দর্শন করতে পারবেন সকলে। 

5/7

এছাড়াও পুজো মণ্ডপের আশেপাশে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। যাতে এক জায়গায় অযথা ভিড় না হয়। 

6/7

আগামিকালই মুখ্যমন্ত্রী শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন। তার আগে আজ সন্ধ্যায় শ্রীভূমির মাতৃ প্রতিমার অঙ্গে সোনার গয়না পরানো হল।   

7/7

এদিন মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতেই প্রতিমাকে সোনার গয়না পরানো হয়।