নিজস্ব প্রতিবেদন: আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্য ইমপিচড হলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি দুবার ইমপিচড হলেন। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার সাতদিন আগেই আমেরিকান কংগ্রেসে পাশ হয়ে গেল ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আমেরিকায় ৭০ বছর পরে মৃত্যুদণ্ড মহিলার


এমনিতেই হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি, তার ওপর অন্তত দশ জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। হাউস অব রিপ্রেজেনটিভে ইমপিচমেন্ট নিয়ে ভোটের ফল ২৩২-১৯৭। এরপর বিষয়টি উঠবে সেনেটে। সেখানে দোষী সাব্যস্ত হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আর দাঁড়াতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প।


৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পরই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। এর আগে ২০১৯-এও এক বার ইমপিচমেন্টের মুখে পড়েছিলেন ট্রাম্প। গত ১৩ মাসে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি ট্রাম্প। 



আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। সে দিনই খুলবে সেনেট।  ট্রাম্প ইমপিচড হওয়ার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, মার্কিন মুলুকে নতুন করে কোনও অশান্তি ছড়ায় কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।