Saudi Arabia: সৌদিতে খোঁজ মিলল ৪ হাজার পুরনো শহরের! কী রয়েছে সেখানে?
Saudi Arabia: হাজার হাজার বছর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলের যাযাবর পুশুপালক জনগোষ্ঠী লোকালয় গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছিলেন। সেই প্রচেষ্টারই একটি সাক্ষী এই হারিয়ে যাওয়া শহরটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের ওয়েসিসে খোঁজ মিলল বহু বছরের পুরনো সংরক্ষিত শহর। প্রত্নতাত্ত্বিকদের মতে, অন্তত ৪ হাজার বছর আগের পুরনো এই শহর। হাজার হাজার বছর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলের যাযাবর পুশুপালক জনগোষ্ঠী লোকালয় গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছিলেন। সেই প্রচেষ্টারই একটি সাক্ষী এই হারিয়ে যাওয়া শহরটি।
প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, এই অবশিষ্ট শহরটির নাম 'আল-নাতাহ' (AL-Natah)। এই শহরে প্রায় ৫০০ জন রেসিডেন্টস থাকতেন। শহরটি তৈরি হয়েছে যীশু খ্রীষ্টের জন্মের ২ হাজার ৪০০ বছর আগে। তাম্র যুক্তের শুরুতেই শহরটি জনশূন্য হয়ে যায়। ২ দশমিক ৬ হেক্টর আয়তনের আল-নাতাহকে ঘিরে রয়েছে ১৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীরের ধ্বংসাবশেষ।প্রাচীরটির বয়সও শহরটির সমান। প্রায় ৫০০ বাড়িঘর পাওয়া গেছে আল-নাতাহে।
আরও পড়ুন: Bangladesh: ফের রণক্ষেত্র বাংলাদেশ, পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনা-পুলিসের গাড়িতে আগুন!
তথ্যে মতে অন্য কোনো জাতি বা গোষ্ঠীর আক্রমণে এই শহরটি জনশূন্য হয়নি। কারণ সৌদির উত্তরপশ্চিমাঞ্চলের আগ্নেয়শিলা বা ব্যাসল্ট দ্বারা গঠিত পর্বতমালা এই শহরটির সুরক্ষার জন্য যথেষ্ট ছিল। আল-নাতাহ যারা গড়ে তুলেছিলেন, সেই সময়ের হিসেবে স্থাপত্যবিদ্যায় বেশ অগ্রসর ছিলো। কারণ যেসব বাড়ির ধ্বংসাবশেষপাওয়া গেছে, সেসবের অনেকগুলোর গাঁথুনি এখনও মজবুত। এমনকি শহরটিতে বেশ কয়েকটি দ্বিতল বাড়িও ছিল। এছাড়া শহরটিতে একটি মন্দিরের ধ্বংসাবশেষ, ব্রোঞ্জের তৈরী কুঠার ও ছোরা, তৈজসপত্র, চিনামাটির তৈরি পাত্র এবং মূল্যবান রত্নপাথর পাওয়া গেছে।