নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন বিশ্ব বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার Pierre Cardin(৯৮)। মঙ্গলবার পশ্চিম ফ্রান্সের নেউলিতে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলায় সাম্প্রদায়িকতা না রুখলে রবি-নেতাজির যোগ্য উত্তরসূরী হতে পারব না: Amartya


ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য Pierre Cardin এর অবদান অনস্বীকার্ষ। বিশ্বে ready-to-wear এর অগ্রদূত ছিলেন Pierre Cardin।


 ইটালি থেকে ফ্রান্সে শরনার্থী হয়ে এসেছিলেন Pierre Cardin এর বাবা। ফ্রান্সের সৃজনশীল পরিবেশে বেড়ে উঠেছিলেন Pierre Cardin। তাঁর হাত ধরেই এসেছিল unisex fashion ট্রেন্ড।


আরও পড়ুন-'কর্মসূচি ঘোষণা করে পগারপার', নাম না করে Mamata-কে কটাক্ষ Suvendu-র


১৯৫০ সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন Pierre Cardin।  ১৯৫১ সালে তিনি ডিজাইন করেছিল 'party of the century'-র ৩০টি কস্টিউম। তার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।