'কর্মসূচি ঘোষণা করে পগারপার', নাম না করে Mamata-কে কটাক্ষ Suvendu-র

'পরে করলে, আবার করব।'

Updated By: Dec 29, 2020, 11:12 PM IST
'কর্মসূচি ঘোষণা করে পগারপার', নাম না করে Mamata-কে কটাক্ষ Suvendu-র

নিজস্ব প্রতিবেদন: 'অনেকে কর্মসূচি ঘোষণা করে পগারপার। বলছে পরে করবে!' নন্দীগ্রামের (Nandigram) সভা নিয়ে এবার নাম না করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে হুঁশিয়ারি, 'পরে করলে, আবার করব।' উল্লেখ্য, ৮ ডিসেম্বরে নন্দীগ্রামে তৃণমূলের পাল্টা জনসভার করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আরও পড়ুন: কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত Suvendu-র ভাই

৭ জানুয়ারি শহিদ দিবস। নন্দীগ্রামে (Nandigram) সভা করার জন্য সেদিনটাকেই বেছে নিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'শুভেন্দুর গড়'-এ সভার প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু মঙ্গলবার সকালে কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করে তৃণমূল (TMC)। দলের তরফে জানানো হয়, শহিদ দিবসের নন্দীগ্রামে যাচ্ছেন না মমতা (Mamata Banerjee)। বদলে সেদিন কর্মিসভা হবে সেখানে। সভা করবেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। 

এদিকে নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর সভা স্থগিত হতেই সুর চড়িয়েছে বিজেপি (BJP)। গেরুয়াশিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চ্যালেঞ্জের ভয় পেয়েই নন্দীগ্রামে (Nandigram) আসছেন না তিনি। উল্লেখ্য, কাঁথির জনসভা থেকে তৃণমূল (TMC) সুপ্রিমোকে চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, "৭-এ আসুন, ভাষণ দিন। আমি জানি আপনি কী বলবেন। ৮-এ পাল্টা সভা করে আমি আপনার সব কথার জবাব দেব।"  যদিও তৃণমূলের দাবি, 'অখিল গিরি অসুস্থ, করোনায় আক্রান্ত। অখিল গিরি জেলার অন্যতম বড় সংগঠক। তাঁকে ছাড়া সভা সম্ভব নয়। আর তাই ৭ তারিখের নন্দীগ্রামের সভা স্থগিত করা হয়েছে।'

আরও পড়ুন:সভার পাল্টা সভা, বারাকপুরে BJP -র পাল্টা ৩ জানুয়ারি কর্মসূচি TMC-র

এদিন উত্তর ২৪ পরগনার টিটাগড়ে জনসভা করেন শুভেন্দু। সেই জনসভায় নন্দীগ্রামে সভার প্রসঙ্গ তুলে নাম না করে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, '৮ তারিখে আমি একটি রাজনৈতিক কর্মসূচি ডেকেছি। সেখানে ১ লক্ষ মানুষের জমায়েত হোক, এটা আমি চাই। অনেকে তো কর্মসূচি ঘোষণা করেই পগারপার। বলছে পরে করবে, পরে করলে আবার করব।'

.