নিজস্ব প্রতিবেদন: ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাজিলে মৃত্যু হল এক কিশোরীর। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানানো হয়েছে, কানে ইয়ারফোন লাগানো অবস্থায় উদ্ধার হয় লুইজা পিনহিয়ারো নামে ওই কিশোরীর দেহ। ঘটনার রহস্য উদ্ঘাটনে নেমেছেন ব্রাজিলের গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তালিবানকে রাজনৈতিক দলের স্বীকৃতি আফগানিস্তানের!


জানা গিয়েছে, লুইজাকে প্রথম মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁর পরিজনরাই। তাঁর দু'কানে লাগানো ছিল ইয়ারফোন। ইয়ারফোন লাগানো ছিল ফোনে। আর ফোনটিতে লাগানো ছিল একটি এসি চার্জার। প্রাথমিক অনুমান, ইয়ারফোনের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে কিশোরীর। এসি চার্জারে গোলমাল থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ফোনটি। তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইয়ারফোন। তা থেকেই কাল ঘনায় লুইজারের।


আরও পড়ুন- ভারত আয়োজিত নৌ মহড়ায় আসবে না মালদ্বীপ, পিছনে কি চিন?


ঘটনার তদন্তে নেমেছে ব্রাজিল পুলিস। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু, না কি এর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে তারা।


আরও পড়ুন- মোদী দারুণ মানুষ, কিন্তু আমেরিকার কোনও লাভ হচ্ছে না : ট্রাম্প