নিজস্ব প্রতিবেদন: স্থায়ী ভাবে বাড়িই থেকেই কাজ করতে চান? করুন, কিন্তু আপনার বেতন কমে যাবে। রাজি তো? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেকটা এরকমই প্রস্তাব নিজেদের কর্মীদের employees দিতে চলেছে গুগল (Google)। যাঁরা অফিসে এসে কাজ করবেন আর যাঁরা বাড়িতে থেকে কাজ (working from home) করতে চাইবেন, গুগল তাঁদের দু'রকম পে স্ট্রাকচার দিচ্ছে। যাঁরা অফিসে এসে কাজ করবেন তাঁরা যে বেতন পাবেন ওয়ার্ক ফ্রম হোমে চলে যাওয়া কর্মীরা তার চেয়ে কম পাবেন। 


আরও পড়ুন: Tins Collector: তিন দশকে ৬০ হাজার টিনের কৌটো! আজব শখ বেলজিয়ান মহিলার


সংশ্লিষ্ট মহল মনে করছে, গুগলের মতো সংস্থার এই সিদ্ধান্ত দেখে এর পর অনেক কোম্পানিই হয়তো তাদের অফিসেও এই ব্যবস্থা চালু করতে চাইবে। তবে Silicon Valley-তে আপাতত পরীক্ষামূলক ভাবেই এই ব্যবস্থা চালানো হবে।


Alphabet Inc'-এর Google এখন তাদের যেসব কর্মী দূরে থাকেন এবং সেখান থেকে এসে অফিসে বসে কাজ না করে বাড়ি থেকেই কাজ করার 'অপশন' বেছে নিচ্ছেন তাদের বেতন কিছুটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। গুগল এ-ও জানিয়েছে, শুধু অতিমারী-পরবর্তী সময়ের ভাবনাই এ নয়, তারা এর পর থেকে বিভিন্ন শহরে বিভিন্ন রকম পে স্ট্রাকচার চালু করার কথাও ভাবছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Leave Afghanistan: বিশেষ বিমানে আজই মাজার-ই-শরিফ থেকে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের