স্পেস স্টেশনে গরিলার তাড়া এক মহাকাশচারীকে!
ওয়েব ডেস্ক: নাসার স্পেস স্টেশনে ঢুকে পড়ল একটা গরিলা! তাড়া করল এক মহাকাশচারীকে! লণ্ডভণ্ড করে দিল স্পেস স্টেশনের সব কিছু!
ভিডিওয়ে দেখা যাচ্ছে ব্রিটিশ মহাকাশচারী টিম পিককে স্পেস স্টেশনেই তাড়া করেছে একটা গরিলা। এবার আপনাদের মনে হচ্ছে তো যে স্পেস স্টেশনে গরিলা কীভাবে ঢুকে পড়ল? আসলে ওটা কোনও আসল গরিলা নয়। নাসার মহাকাশচারী স্কট কেলি গরিলার পোশাক পরে তাঁর দাদা মার্ক কেলির সঙ্গে মজা করছিলেন। আসলে এদিন জন্মদিন ছিল স্কটের। জন্মদিনের উপহার হিসেবে দাদার কাছ থেকে ওই গরিলার পোশাকটা পেয়েছিলেন।
মার্ক একজন অবসরপ্রাপ্ত মহাকাশচারী। অনেকদিন মহাকাশে থাকার পর ১ মার্চ স্কট পৃথিবীতে ফিরেছেন।