১২০ জন কর্মী এক মাসের বেতন বাচিঁয়ে `বস`কে উপহার দিল তাঁর স্বপ্নের গাড়ি
ওয়েব ডেস্ক: একেবারে অন্য ধরনের, অন্য স্বাদের, অন্য ভাবনার। এমনটা ইতিহাসে কখনও ঘটেছে কিনা, তা বোধহয় কারোর পক্ষেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মালিক আর কর্মীর সম্পর্কের এমন নজির বর্তমান সময়েও খুব একটা দেখা যায় না, একথা অকপটেই বলা যায়। এই তো কয়েকদিন আগেই কর্মীকে তেলের ট্যাঙ্কার থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গিয়েছিল মালিকের। এই ঘটনাগুলো একেবারেই ব্যতিক্রম হিসেবে শিরোনামে থেকে যায়, আর গেঁথে থাকে মনে। শ্রমিক মালিকের দ্বন্দ্বের কথাই বারবার ইতিহাস থেকে বর্তমানে ফিরে এসেছে, তবে এই একবিংশ শতকেও মালিকের প্রতি কর্মীর 'সেলামি' সত্যিই 'মানবিক' আচরণের নজির। ১২০ জন কর্মী তাঁদের একটা গোটা মাসের বেতন বাঁচিয়ে মালিকের জন্য উপহার দিল 'স্বপ্নের গাড়ি'।
এই পাকিস্তানি ক্রিকেটারকে দেখতে একেবারে মেসির মতো!
গ্র্যাভিটি পেমেন্টস কোম্পানির CEO-কে যেভাবে অবাক করলেন কর্মীরা-