ওয়েব ডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে! এমনটাই প্রমাদ গুনছেন পোপ ফ্রান্সিস। আর এই মহাযুদ্ধের কারণ হবে-জল। ভ্যাটিকানের প্রধান মনে করেন প্রতিটি মানুষের জীবনে জলের অধিকার থাকা অপরিহার্য এবং ভবিষ্যতে এই জলই সংকটের কারণ হয়ে দাঁড়াবে। বিশ্ব জুড়ে পরিশ্রুত পানীয় জলের অভাবের কথা উঠে এসেছে চিন্তিত পোপের কণ্ঠে।


প্রসঙ্গত, বিশ্বায়িত দুনিয়ায় নগরায়নের ফলে ইমারতের বহর দিনকেদিন বেড়েই চলেছে। আর এই সব বিরাট বিরাট ইমারত তৈরি হওয়ার ফলে ভূপৃষ্ঠের জলতল প্রত্যহ নিচে নামছে। এর পাশাপাশি পানীয় জলে আর্সেনিকসহ একাধিক বিপজ্জনক উপাদান মিশছে। ফলে যে জলকে জীবনের সঙ্গে তুলনা করা হয় সেটিই কার্যত বিপন্ন হয়ে যাচ্ছে। (আরও পড়ুন-গণতন্ত্র রক্ষায় ২০ বছরে প্রথমবার 'ভোট উৎসব' হবে নেপালে)