ওয়েব ডেস্ক : গ্রিস ও তুরস্ক বড় মাপের ভূমিকম্পে মৃত্যু হল ২ জনের। আহত ২০০-র বেশি। তাদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৫। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বাড়ি। ছোট ছোট সুনামির ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বোডরাম এলাকা থেকে আরও ৬ মাইল দূরত্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে একাধিক পুরনো বাড়ি। ফেটে যায় বহু বাড়ির দেওয়ালও।


ধ্বংসস্তুপের নিচে কেউ আটকে আছেন কি না তা দেখতেই নামানো হয়েছে উদ্ধারকারী দল।


আরও পড়ুন- "কমরেডস, ধর্ম ছাড়ুন নাহলে শাস্তি পেতে প্রস্তুত হোন", বার্তা চিনা কমিউনিস্ট পার্টির