How Will Earth Die: দিন ঘনিয়ে এল পৃথিবীর? কী ভাবে মৃত্যু নীল গ্রহের জানিয়ে দিলেন শঙ্কিত বিজ্ঞানীরা...
How Will Earth Die: `দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে` প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, কোনও গ্রহসংসারের ধ্বংস কী ভাবে ঘটে, তার যে মডেল এই গবেষণায় পাওয়া গিয়েছে, আপাতত সেটিই সব চেয়ে আধুনিক ও চূড়ান্ত বলে মনে করতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা মডেল। সেটাই জানিয়ে দিল, কীভাবে একদা ধ্বংস হবে আমাদের এই সৌরজগৎ। না, ঠিক মডেল নয়। একটা দৃষ্টান্তই সামনে এসেছে। একটি গ্রহ আছড়ে পড়তে চলেছে তার সূর্যের উপর। ধ্বংসোন্মুখ সেই গ্রহটির নাম কেপলার-১৬৫৮বি। কেপলার স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে, এই গ্রহটি অচিরেই তার সংশ্লিষ্ট সূর্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে। 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স'-য়ে এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সেই লেখায় জানানো হয়েছে, কোনও গ্রসসংস্থানের ধ্বংস কী ভাবে ঘটে, তার যে মডেলটি এই গবেষণায় পাওয়া গিয়েছে, আপাতত সেটিই সব চেয়ে আধুনিক ও চূড়ান্ত।
আরও পড়ুন: এবারের শীতে করোনার তিনটি ঢেউ দেখা দিতে পারে! দেশ জুড়ে ফের আতঙ্কের আবহ...
৪৫০ কোটি বছরের পুরনো এই পৃথিবী, এবং বিজ্ঞানীদের মতে, আরও কিছু দিন অক্ষুণ্ণ থাকবে আমাদের প্রিয় এই নীল গ্রহ। কিন্তু তারপর? একদিন তো শেষ হবেই এই গ্রহ। তখন কী ঘটবে, বা কীভাবে ধ্বংসসাধন হবে? হ্যাঁ, সেটারই একটা বিশ্বস্ত মডেল এতদিনে পাওয়া গেল। বিজ্ঞানে যা এতদিন নিছক থিয়োরি ছিল, সেটারই একটা বাস্তবায়িত তথ্যনিষ্ঠ রূপ পাওয়া গেল। সেটাকে পোশাকি ভাষায় 'রিয়েল লাইফ সিমিউলেশন' বলা হচ্ছে।
কী সেই বুকে কাঁপন-ধরানো মহাজাগতিক ঘটনা?
হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান-এর 'সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে'র মহাকাশবিজ্ঞানীরা দেখিয়েছেন, কী ভাবে ধ্বংসের পথে ছুটে চলেছে একটি গ্রহ। কেন এটা ঘটতে চলেছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন, গ্রহটির কক্ষপথ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। এই 'ক্ষয়ে যাওয়া'র অর্থ, একসময় সংশ্লিষ্ট গ্রহটি হুড়মুড় করে তার সূর্যের ঘাড়ে গিয়ে পড়বে। সূর্যের সঙ্গে গ্রহটির সংঘাতে গ্রহটি তো ধ্বংস হবেই, পাশাপাশি বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হবে ওই সৌরসংসারটিও।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)