নিজস্ব প্রতিবেদন: কানায় কানায় ভর্তি টেক্সাসে এনআরজি ফুটবল স্টেডিয়াম। কিন্তু ফুটবল ম্যাচ নয়, মোদীর মেগা শো দেখার জন্য ভরে উঠেছে হাউস্টনের স্টেডিয়ামে। আর যাঁকে দেখার জন্য সকাল থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকেছেন, সেই নরেন্দ্র মোদী ঢুকতেই করতালিতে ফেটে পড়লেন দর্শকরা। স্টেডিয়াম জুড়ে তখন, মোদী, মোদী জয়ধ্বনি। প্রধানমন্ত্রী হাত জোড় করে ধন্যবাদ জানালেন দর্শকরা।                  




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর সঙ্গে হাউডি মোদী অনুষ্ঠানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই টুইট করে তিনি জানিয়েছেন, আমার বন্ধুর সঙ্গে থাকব হাউস্টনে। টেক্সাসে দারুণ একটা দিন হতে চলেছে।



ট্রাম্পের সুরে মোদী টুইট করেছেন, নিশ্চিতভাবে দারুণ দিন হতে চলেছে। আপনার সঙ্গে সাক্ষাতে মুখিয়ে রয়েছি।



ট্রাম্পের উপস্থিতিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মার্কিন মুলুকে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ''এটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। মোদী-ট্রাম্প একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ। দুই নেতার ব্যক্তিগত রসায়ন ও বন্ধুত্বের ফলেই এটা সম্ভব হচ্ছে।''


আরও পড়ুন- ভিডিয়ো: টেক্সাসে হাউডি মোদী, 'নমস্তে ও জয় শ্রী রাম' বলে অভ্যর্থনা মার্কিনীর