ওয়েব ডেস্ক: এক নজরে দেখে নিন বিশ্বের তিনটি ভালো খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) মার্কিন মুলুকে কাঁপন ধরানো ঠান্ডা।বেশ কয়েক বছরের মধ্যে এই পরিমাণ তুষারপাত দেখেনি আমেরিকার একটা বড় অংশ। পারদ যত কমেছে, ততই শ্বেতশুভ্র হয়েছে মার্কিন মাটি। রাস্তাঘাট, ঘরবাড়ি, গাড়িঘোড়া, সাদায় সাদা। বিশেষ করে উত্তর-পূর্ব আমেরিকায় ঠান্ডা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কোনও কোনও এলাকায় তুষারঝড়ের দাপট।


২) সিওক্স ফলস ট্রফি শো। আমেরিকার বৃহত্তম অস্ত্র প্রদর্শনীর অন্যতম। রামকোডা কনভেনশন সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রদর্শনীতে দোকান সাজিয়ে তুলছেন বিক্রেতারা। ক্রমশই চাহিদা বাড়ছে অস্ত্রের। ফলে প্রদর্শনীর জন্য অতিরিক্ত জায়গা বরাদ্দ করা হয়েছে। শনি ও রবিবার ডাকোটা টেরিটরি ক্লাসিক গান কালেক্টরস শোয়ে ভিড় জমবে বলেই আশা ক্রেতাদের।


৩) এই প্রথম মেজর বেসবল লিগ আজীবন নির্বাসন দিল কোনও খেলোয়াড়কে। তৃতীয়বারের জন্য ডোপ টেস্টে ব্যর্থ হলেন জেরি মেজিয়া। ছাব্বিশ বছরের মেজিয়া পারফরম্যান্স-বর্ধক বোল্ডেনন নিয়েছিলেন। অল্প বয়সেই শেষ হয়ে গেল প্রাক্তন নিউ ইয়র্ক মেটস জেরি মেজিয়ার কেরিয়ার।