নিজস্ব প্রতিবেদন: বধির যাঁরা, অন্যের কথা শুনতে পান না তাঁদের বোঝানোর জন্য নতুন 'ভাষা' তৈরি করে নিয়েছে মানুষ। সেই ভাষা হল 'সংকেত'। প্রতি বছর ২৩ সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে পালিত হয়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শারীরিক সমস্যার জেরে যাঁরা অন্যের উচ্চারিত শব্দ শুনতে পান না তাঁদের কাছে বোধগম্য করে তোলার জন্য মানুষ কিছু ইশারা বা সংকেতের পদ্ধতি অবলম্বন করেছে যার মাধ্যমে সুষ্ঠু ভাবে মনের ভাব প্রকাশ সম্ভব। সেই দিনেরই উদযাপন এই The International Day of Sign Languages। 


আরও পড়ুন: World Car-Free Day 2021: আজও গাড়ি চালিয়েছেন? খুব ভুল করেছেন!


ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেফ  (World Federation of the Deaf/WFD) এ বছর এদিনটির মূল ভাবনা বা থিম প্রকাশ করেছে-- We Sign For Human Rights; মানবাধিকার রক্ষার জন্য সংকেত করা। তারা বলছে, কী ভাবে কানে শুনতে অক্ষম ব্যক্তি ও শ্রবণশক্তিসম্পন্ন মানুষজন সমাজে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে সেটাই এই দিনের লক্ষ্য। 


sign languages কী?


এটা এমন এক ভাষা, যা আঙুলের নানা রকম মুদ্রার মাধ্যমে মনের ভাব ব্য়ক্ত করে। রাষ্ট্রসঙ্ঘও এই ভাষাকে এক পরিপূর্ণ ভাষার মর্যাদাই দেয়। এটা এমন ভাষা যা প্রচলিত কথ্য ভাষার কাঠামোর চেয়ে একটু ভিন্ন। 


যাঁরা বধির তাঁরা যাতে ক্রমশ এমন একটি ভাষা ব্যবহারে স্বচ্ছন্দ হয়ে ওঠেন, যে ভাষা চলিত ভাষার সঙ্গেই সমান্তরালে চলে, সেটাকে জনপ্রিয় করে তোলা ও মান্যতা দেওয়াটাও এই বিশেষ দিন-ভাবনার পিছনে একটা বিশেষ উদ্দেশ্যও। এ সমাজে প্রত্যেক মানুষের একটা ভাষা-অধিকার আছে। সেই অধিকারকে অক্ষুণ্ণ রাখাটাও এদিনের আদর্শগত লক্ষ্য।  


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: VIPER: এবার চাঁদের বুকে বরফ খুঁজবে নাসার রোবটযান 'ভাইপার'