নিজস্ব প্রতিবেদন: প্রতিবছর বিশ্ব জুড়ে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দেখা হয়, যাতে বিশ্বের দেশগুলিতে সুষ্ঠু গণতন্ত্র বজায় থাকে। জাতিসঙ্ঘ জানায়-- ব্যক্তি, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংগঠন, এবং বিভিন্ন নিয়ামক সংস্থার মিলিত সাযুজ্যেই গণতন্ত্র সুরক্ষিত হতে পারে।


আরও পড়ুন: Afghanistan: কাবুলে অপহৃত ভারতীয় নাগরিক, তদন্তে বিদেশমন্ত্রক


একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের সাধারণত স্বাধীনতা উপভোগের পরিসর থাকে। থাকে মানবাধিকার সুরক্ষিত করার উপায়ও। রাজনৈতিক ও সামাজিক সুরক্ষার বিষয়টিও এর মাধ্যমে রক্ষিত হয়। ২০০৭ সালে জাতিসঙ্ঘে এদিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক প্রখ্যাত চিন্তাবিদ বলেছেন, গণতন্ত্র আসলে নদীর মতো, এঁকেবেঁকে চলে কিন্তু শেষমেশ সমুদ্রেই উপনীত হয়।


সংশ্লিষ্ট মহল মনে করে, শুধু গণতন্ত্রের কথা বলাটাই কখনও লক্ষ্য হতে পারে না, গণতন্ত্র রক্ষা করাটাই আসল ব্যাপার। এদিনটি আসলে মনে করিয়ে দেয় ব্যক্তির বিকাশে গণতন্ত্র কতদূর কার্যকর হতে পারে। তাই এদিনটি গণতন্ত্রের কার্যকারিতার বিষয়ে অবহিত হওয়ার দিনও। তবে গণতন্ত্র শুধু যে স্বাধীনতাই দেয়, তা নয়, পাশাপাশি দায়িত্বও বৃদ্ধি করে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Economic crisis in Afghanistan: আফগানিস্তানে আর্থিক সঙ্কট, একমাস পেরিয়ে চ্যালেঞ্জের মুখে তালিবান