ওয়েব ডেস্ক: খবরটা পড়ার আগে একটা জিনিস ধরুন। মনে করুন দেশটা ইউরোপের কোনও একটা দেশ। কয়েক জন ছেলেমেয়ে ঠিক করল ওরা একসঙ্গে বার্থ ডে পার্টিতে একটু মজা করবে। কী আর হবে। কিছুই না। ছেলে- মেয়েগুলোর অভিভাবকরা খুশিই হবে। ছেলেমেয়েরা একসঙ্গে সময় কাটাবে এতে খুশি না থাকার কী  কারণ আছে! কিন্তু মানচিত্রটা যদি একটু ঘুরিয়ে দিই। মানে দেশটার নাম যদি হয় ইরান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিক্ষিকা নম্বর কম দিয়েছেন, তাই 'প্রতিশোধ পর্ন' বানাল ছাত্র!


হ্যাঁ, একেবারে কট্টর ধর্মীয় বিশ্বাসে বাধা দেশ। আর ঘটনাটা যদি ঠিক সেরকমই হয়। মানে বার্থ ডে পার্টিতে একসঙ্গে ছেলে-মেয়েরা কথা বলছে। এতেই একেবারে রে,রে করে নেমে পড়ল ইরানের পুলিস। ছেলেদের সঙ্গে কথা বলছে মেয়েরা! এতে তো দুনিয়ায় ধ্বংস হওয়ার জোগাড়। আর তাই এই 'অনাচার'-এর বিরুদ্ধাচরণ করে গ্রেফতার করা হল পার্টিতে উপস্থিত কিশোর-কিশোরীদের। মারা হল বেত। বেতের আঘাত থামল না।


আরও পড়ুন- ধর্মগুরু গ্রামে গ্রামে গিয়ে একশোরও বেশি মেয়ের সঙ্গে যৌনসম্পর্ক করছেন!


এমনই ঘটনা ঘটেছে ইরানের রাজধানী তেহেরানের খুব কাছে এক পার্টিতে। খবর পেয়ে হানা দিয়ে ১৫০ জন কিশোর-কিশোরীকে গ্রেফতার করে পুলিস। তাদের অপরাধ মিক্সড জেন্ডার পার্টিতে যাওয়া আর সেখানে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলা। ছেলেদের সঙ্গে কেন পার্টিতে গিয়েছে মেয়েরা! এর জন্য নিয়ম মেনে ৩০ জন ছাত্রীকে বেতও মারা হয়েছে। ছেলেরাও বাদ পড়েনি অবশ্য। ইরান পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, মিক্সড জেন্ডার পার্টি দেশের সরকার অনুমিত দেয় না। এরপরেও কী করে এমন পার্টির আয়োজন হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দেশের মানবাধিকার কমিশন এ ঘটনার তীব্র নিন্দা করেছে।


বুঝলেন ব্যাপারটা সত্যি ছেলেদের সঙ্গে মেয়েরা কথা বলবে কেন? ওতো কী দরকার!