ওয়েব ডেস্ক : আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। শুধু তাই নয়। সে দেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রীও তিনি। একইসঙ্গে দেশের তরুণতম প্রধানমন্ত্রীর শিরোপা পাচ্ছেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সে লিও বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী নির্বাচনে মোট ১০০ শতাংশ ভোট পড়ে। মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়ারল্যান্ডের শাসক দল ফিনে গেলের আবাসন মন্ত্রী সাইমন কভেনেস। গণনা এগোতে স্পষ্ট হয়ে যায় চিত্রটা। লিও পান  ৬০ শতাংশ ভোট। ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই পেশায় ডাক্তার লিও ভাদরাকার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ মাসের শেষেই তাঁর শপথ নেওয়ার কথা।


আরও পড়ুন, ম্যানিলার ক্যাফেতে হামলা, মৃত ৩৪, দায় স্বীকার ISIS-এর