নিজস্ব প্রতিবেদন: মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল কম নয়। মহাকাশে কী হয়? মহাকাশচারীরা সেখানে কীভাবে থাকেন? সেখানে কী কী করা যায়, কী করা যায় না? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খায় সাধারণ মানুষের মনে। তেমনই একটা সাধারণ প্রশ্ন হল, 'মহাকাশে কি যৌনতা সম্ভব?' এই সাধারণ প্রশ্নের উত্তর দিলেন বিজ্ঞানীরা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফ্রান্সের লেখক তথা বিজ্ঞানী Pierre Kohler। 'The Final Mission: Mir, the Human Adventure' বইতে মহাকাশে যৌন মিলনের বিষয়ে মুখ খুলেছেন তিনি। Pierre Kohler দাবি, মহাকাশে যৌনতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) যৌনতায় লিপ্ত হওয়া যায় কি না, তা নিয়ে বহু গবেষণাও চলছে। এমনকী নাসা-ও (NASA) নাকি এই বিষয়ে একটি গোপন পরীক্ষা চালাচ্ছে। যার কোড নাম STS-XX। মাধ্যাকর্ষণ শক্তি শূন্য এমন স্থালে যৌনতা সম্ভব কি না, তা নিয়ে গবেষণা চলছে। Kohler জানান, মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকা কোনও স্থানে কোন পজিশনে যৌনতা সম্ভব তা নিয়েও নাকি গবেষণা করছেন বিজ্ঞানীরা। এরজন্য প্রযুক্তিরও সাহায্য নিচ্ছেন তাঁরা। 


যদিও Pierre Kohler-এর দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। এমনকী তাঁর দাবি উড়িয়েছে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থাও। Biomedical Problems Institute-এর ডেপুটি হেড Valery Bogomolov জানান, মহাকাশে যৌন মিলন অত্যন্ত ঝক্কির বিষয়। বিশেষ করে পুরুষদের জন্য এটা ঝামেলার। কারণ মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকায় সেখানে লিঙ্গোত্থানে অসুবিধা হয়।  


আরও পড়ুন: শেক্সপিয়রের A Midsummer Night's Dream-এর তাপমাত্রা মাইনাস ৫-৭ ডিগ্রি সেলসিয়াস!


আরও পড়ুন: পুরুষাঙ্গে তালা! কী হল বান্ধবীর জন্য প্রেমে পাগল যুবকের?


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App