নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে আফগানিস্থানে নিহত এক আইএস নেতা। নাম রশিদ আবদুল্লাহ। বাড়ি কেরলের কাসরাগড় জেলায়। প্রায় দুমাস সোশ্যাল মিডিয়ার নীরব থাকার পর তার মৃত্যু সম্পর্কে এই তথ্য মিলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজয়মিছিলে বোমা ফাটিয়ে উল্লাস! হাত উড়ল বিজেপি কর্মীর


আইএস এর সদস্য বলে নিজের পরিচয় দিয়ে আফগানিস্থানের খোরাসান থেকে টেলিগ্রাম মেসেজে এরকমই জানা যাচ্ছে। এমনটাই দাবি করছে ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। ওই মেসেজে বলা হয়েছে বোমাবর্ষণে মোট ৯ ভারতীয় মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ২ জন ও ৪ জন শিশু।



কে এই রশিদ আবদুল্লাহ? ২০১৬ সালে কেরল থেকে মোট ২১ জন তরুণ-তরুণী নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় তারা আইএস-এ যোগ দিয়েছে।  এদেরই নেতা ছিল আবদুল্লাহ। ওই ২১ জনের দলের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরশাহি হয়ে ইরান যায়। সেখান থেকে তারা আফগানিস্থানে চলে যায়। জঙ্গি সংগঠনম আইএস এর কেরল মডিউলের নেতা ছিল এই রশিদ আবদুল্লাহ।


আরও পড়ুন-'TMchhi'! মন্ত্রিত্ব গ্রহণের পরদিনই টুইটারে বেনজির ব্যঙ্গাত্মক আক্রমণ বাবুলের


মুলত ইঞ্জিনিয়ার আবদুল্লাহ কাজ করতো পিস ইন্টার ন্যাশনাল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে। আফাগানিস্থানে পৌঁছে কেরলের তরুণদের আইএস-এ যোগ দেওয়ার জন্য উদ্ুদ্ধ করতো সোশ্যাল মিডিয়ায়। টেলিগ্রাম অ্যাপ-এ এরকম ৯০টি অডিও মেসেজ সে পাঠিয়েছিল। কেরলে আইএস মডিউলের নেতা সাগির আবদুল্লার মৃত্যুর পর মডিউলের দায়িত্ব নেয় রশিদ।