ওয়েব ডেস্ক:  জঙ্গিদের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‌যোগা‌যোগ রয়েছে। স্বীকার করে নিলেন পাকিস্তানের সেনা মুখপাত্র জেনারেল আসিফ গফুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক বৈঠকে গফুর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। জঙ্গিদের সঙ্গে আইএসআইয়ের ‌যোগ‌যোগ রয়েছে বলে এক মার্কিন সেনাকর্তার করা মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে গফুর পাল্টা প্রশ্ন করেন, দুনিয়ার কোন গোয়েন্দা সংস্থার সঙ্গে জঙ্গিদের ‌যোগা‌যোগ থাকে না? এমন একটা গোয়েন্দা সংস্থার নাম করুন তো?


পাক সংবাদমাধ্যমের খবর অনু‌যায়ী গফুর বলেন, জঙ্গিদের সঙ্গে ‌যোগা‌যোগ বিভিন্ন ধরনের হতে পারে। মার্কিন সেনাকর্তা ‌যোসেফ ডানফোর্ডের কথা ধরলে বলতে হয়ে জঙ্গিদের সমর্থন আইএসআই করে না।


উল্লেখ্য, মার্কিন মেরিন কর্পের জেনারেল ‌যোসেফ ডানডর্ফ সম্প্রতি মন্তব্য করেছেন, ‘আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের ‌যে ‌যোগা‌যোগ রয়েছে তা আমার কাছে স্পষ্ট।’ এনিয়েই প্রশ্ন করা হয় গফুরকে।


আরও পড়ুন-কালো টাকার বিরুদ্ধে কষাঘাত, বাতিল ২ লক্ষ ভুয়ো কোম্পানির রেজিস্ট্রেশন