Israel-Palestine Conflict: আশার আলো! যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য খাবার-ওষুধ নিয়ে রাফাহ সীমান্তে ট্রাকের সারি...
Israel-Palestine Conflict: ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। খাবার ও জ্বালানি শেষ হয়ে আসছে। হাসপাতালগুলিতে জেনারেটর চালানোও সম্ভব হচ্ছে না। রাষ্ট্রসংঘ গাজায় মানবিক বিপর্যয় নিয়ে সতর্কতাও জারি করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মিশর থেকে ত্রাণ নিয়ে রাফাহ সীমান্তে ঢুকেছে ট্রাক। গাজায় ২৩ লাখ মানুষের বাস। প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ঢোকা ও বেরনোর প্রধানপথ এই রাফাহ। এই মিশর-সীমান্ত দিয়ে ঢুকে ট্রাকগুলি গাজাবাসীদের কাছে ত্রাণ পৌঁছবে। প্যালেস্টাইনের সশস্ত্রগোষ্ঠী হামাস জানিয়েছে, ২০টি ট্রাকে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম এবং খাবার নিয়ে গাজায় ঢুকছে ট্রাকগুলি।
আরও পড়ুন: উড়ন্ত আগ্নেয়গিরি ধেয়ে আসছে পৃথিবীর দিকে! মাউন্ট এভারেস্টের তিনগুণ বড়...
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। সেখানে খাবার ও জ্বালানি শেষ হয়ে আসছে। হাসপাতালগুলিতে জেনারেটর চালানোও সম্ভব হচ্ছে না। রাষ্ট্রসংঘ গাজায় মানবিক বিপর্যয় নিয়ে সতর্কতাও জারি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস গাজার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে গাজায় ত্রাণ পৌঁছনোর উপর জোর দিয়েছিলেন।
ইজরায়েলের দিকে রকেট ছোড়ার পরে প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী 'হামাস' বলেছিল, ইজরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেট ছুঁড়েছে তারা। জানা গিয়েছিল, মাত্র ২০ মিনিটের অভিযানে ৫০০০-এরও বেশি রকেট ছুড়েছিল তারা!
ইজরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের এলাকাগুলিতেও সাইরেন বাজিয়ে স্থানীয়দের এই রকেট হামলার জন্য আগাম সতর্ক করে দিয়েছিল। বোমা থেকে বাঁচতে জনগণকে আশ্রয়কেন্দ্রগুলির কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছিল। রকেট হামলার সময় জেরুজালেমেও সাইরেন বাজানো হয়েছিল।
কেন হামাস ইজরায়েলের দিকে রকেট-বৃষ্টি করেছিল?
হামাস পরিষ্কার করে বলেছে, তারা দখলদার ইজরায়েলের সব রকম অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের সিদ্ধান্ত নিয়েছে!