উড়ন্ত আগ্নেয়গিরি ধেয়ে আসছে পৃথিবীর দিকে! মাউন্ট এভারেস্টের তিনগুণ বড়...

12P/Pons-Brooks Cryovolcanic Comet: জুলাই নাগাদ গ্রহাণুটির মহাজাগতিক সংসারে প্রবেশ। একটি উদগীরণে এটি ছিটকে পড়ে মহাশূন্যে। বিশাল এর আকার।

| Oct 19, 2023, 14:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত জুলাই নাগাদ এই গ্রহাণুটির মহাজাগতিক সংসারে প্রবেশ। একটি উদগীরণে এটি ছিটকে পড়ে মহাশূন্যে। বিশাল এর আকার। প্রকৃতির দিক থেকে একে বলা হচ্ছে এটি ক্রায়োভলক্যানিক, ঠান্ডা আগ্নেয়গিরি। ছুটে আসছে পৃথিবীর দিকে। এর পোশাকি নাম  '১২পি/পনস-ব্রুকস'।  এর ব্যাস মাথা ঘুরিয়ে দেওয়ার মতো-- প্রায় ৩০ কিলোমিটার! 

1/7

ব্রিটিশ জ্যোতির্বিদ

ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বা বিএএ এই গ্রহাণুটির 'ক্লোজ মনিটরিং' করছে। 

2/7

পৃথিবীর কাছাকাছি

কবে আসছে গ্রহাণুটি পৃথিবীতে? বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালের মধ্যে এটির পৃথিবীর কাছাকাছি আসার কোনও আশঙ্কা নেই।

3/7

খালি চোখেও

২০২৪ সাল নাগাদ এটিকে খালিচোখেও দেখা যাবে। 

4/7

২০৯৫ সাল নাগাদ

২০২৪ সালের পরে এটি ফের মহাশূন্যের অতল অন্ধকারে চলে যাবে, ফের এটিকে দেখা যাবে ২০৯৫ সাল নাগাদ!

5/7

৬৯ বছর আগে

এর আগে এটিকে দেখা গিয়েছে ৬৯ বছর আগে। 

6/7

ধূমকেতুর শিং

সব থেকে আশ্চর্যের হল, এই ধূমকেতুটির শিংয়ের মতো অংশ আছে, যেগুলি মূল গ্রহাণুটির চেয়ে প্রায় ৭০০০ গুণ বড়!

7/7

২০২৪ সালে

তবে এ বছর গ্রহাণুটিকে নিয়ে তত চর্চা হবে না। গ্রহাণুটি যদি এখন যেভাবে ছুটছে সেভাবেই ছোটা বজায় রাখে, তবে ২০২৪ সালে এটিকে নিয়ে সব থেকে বেশি চর্চা হবে।