Israel-Palestine Conflict: উত্তরোত্তর বাড়ছে সংঘর্ষ, বাইডেনের পর এবার তেল আভিভে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

প্যালেস্টিনীয় সূত্রে জানা গিয়েছে, গাজা শহরের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের হামলায় উল্লেখযোগ্য সংখ্যায় হতাহতের ঘটনা ঘটেছে। গাজার একজন নাগরিক প্রতিরক্ষা প্রধান আল-জাজিরা টেলিভিশনে দাবি করেছেন যে হাসপাতালে বিস্ফোরণে ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক ইজরায়েল এবং এর জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলীতে মর্মান্তিক প্রাণহানি ও আহতদের উপর জোর দিয়ে ইজরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থন নিশ্চিত করেছেন।

Updated By: Oct 19, 2023, 12:54 PM IST
Israel-Palestine Conflict: উত্তরোত্তর বাড়ছে সংঘর্ষ, বাইডেনের পর এবার তেল আভিভে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের সঙ্গে ইজরায়েলের দ্বন্দ্বের মাঝেই, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপের পর গাজা উপত্যকায় সীমিত মানবিক সহায়তা সরবরাহ করতে সম্মত হয়েছে মিশর। এর কয়েক ঘন্টা পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বৃহস্পতিবার দুই দিনের সফরে তেল আভিভ পৌঁছেছেন।

ইজরায়েলি নেতৃত্বের সঙ্গে বৈঠক

সফরের সময়ে সুনকের ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের ‘আরও বিপজ্জনক বৃদ্ধি এড়াতে’ আহ্বান জানাবেন, জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল-হামাস সংঘর্ষে ‘অনেকে প্রাণ হারিয়েছে’।

আরও পড়ুন: Nawaz Sharif Return: অবশেষে দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, আদালতে গ্রেফতারির বিরুদ্ধে বিশেষ আবেদন

মানবিক সহায়তা এবং ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য চাপ দেবেন সুনক

প্রধানমন্ত্রী সুনক গাজায় মানবিক সাহায্যের জন্য একটি রুট অবিলম্বে খোলার এবং এই অঞ্চলে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানাবেন।

গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেন

সোশ্যাল মিডিয়ায় গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন সুনক। তিনি পোস্ট করেছেন, ‘আল-আহলি আরব হাসপাতালের দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি স্বাধীনভাবে তথ্য প্রতিষ্ঠা করার জন্য দ্রুত প্রমাণ বিশ্লেষণ করছে’।

হাসপাতালে হামলার দাবির বিরুদ্ধে ইজরায়েলের বক্তব্য

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপাত্র তাল হেনরিচ বলেছেন যে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘হাসপাতালগুলিকে আক্রমণ করে না’। হেনরিচ জোর দিয়েছিলেন যে তারা কেবল হামাসের শক্ত ঘাঁটি, অস্ত্রের ডিপো এবং সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুকে আক্রমণ করে।

গাজার হাসপাতালে মৃত্যু

প্যালেস্টিনীয় সূত্রে জানা গিয়েছে, গাজা শহরের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের হামলায় উল্লেখযোগ্য সংখ্যায় হতাহতের ঘটনা ঘটেছে। গাজার একজন নাগরিক প্রতিরক্ষা প্রধান আল-জাজিরা টেলিভিশনে দাবি করেছেন যে হাসপাতালে বিস্ফোরণে ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক ইজরায়েল এবং এর জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি সাম্প্রতিক ঘটনাবলীতে মর্মান্তিক প্রাণহানি ও আহতদের উপর জোর দিয়ে ইজরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: Isreal Palestine Conflict: হামাস যেন না পায়; গাজাকে ১০ কোটি ডলার দেওয়ার কথা বলেও হুঁশিয়ারি বাইডেনের

সুনক উল্লেখ করেছেন যে হামাস নিরপরাধ প্যালেস্টিনীয় জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছে। তিনি গাজার জনগণের মানবিক সহায়তার জন্য সমর্থন করার পাশাপাশি আত্মরক্ষার জন্য ইজরায়েলের অধিকারকে সমর্থন করেছেন।

গাজার জন্য মানবিক সহায়তা ঘোষণা করেছে আমেরিকা

চলমান ইজরায়েল-হামাস যুদ্ধের উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসাবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে মিশর গাজা উপত্যকায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার জন্য তার রাফাহ সীমান্ত খুলতে সম্মত হয়েছে। মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি ফোন কলে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন, মিশরীয় প্রেসিডেন্সি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে আলোচনা ‘গাজার মানবিক পরিস্থিতি এবং মানবিক সহায়তা বাস্তবায়ন সহজতর করার উপায়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছে’। সেখানে আরবলা হয়েছে, ‘মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি এবং আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন রাফাহ টার্মিনালের মাধ্যমে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছেন’। রাষ্ট্রপতির মুখপাত্র আহমেদ ফাহমি তারিখ উল্লেখ না করেই এই কথা বলেছেন।

মিশরের বিবৃতিতে বলা হয়েছে যে দুই দেশের কর্মকর্তারা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করছেন। রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে সাহায্য বিতরণের জন্য কথা বলা হয়েছে। মিশরীয় বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য মিশরীয় নেতৃত্বের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাইডেন’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.