নিজস্ব প্রতিবেদন: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। যাঁদের মধ্যে রয়েছের ভারতীয় মহিলা সৌম্য সন্তোষও (Soumya Santosh)। বুধবার তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন ইজরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন (Reuven Rivlin)। মৃতের পরিবারকে সমবেদনা জানান তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেশে ছড়াচ্ছে করোনার নতুন এক প্রজাতি, আক্রান্ত হচ্ছে শিশুরাই, হুঁশিয়ারি Singapore সরকারের


দীর্ঘ সাত বছর ধরে ইজরায়েলে থাকতেন সৌম্য সন্তোষ (Soumya Santosh)। সেখানে পরিচারিকার কাজ করতেন তিনি। বর্তমানে আস্কেলনে এক মহিলার দেখাশোনার কাজ করতেন। স্বামী, সন্তান ও পরিবার থাকত কেরলে। গত ১১ মে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই  প্যালেস্টাইনের রকেটে হানায় তাঁর মৃত্যু হয়। হঠাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়ে পরিবার। ইতিমধ্যে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ডাক্তার রন মাল্কা (Dr. Ron Malka)। দেশের হয়ে শোকজ্ঞাপন করেছেন তিনি।  


আরও পড়ুন: রক্তমাখা স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে নগ্নদেহ জীবন্ত মানুষ! কেন?


ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থান বজায় রেছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি দুই তরফেরই হামলার নিন্দা করেছেন। পাশাপাশি ভারতীয় মহিলা সৌম্য সন্তোষের (Soumya Santosh) প্রাণঘাতী নিয়েও সরব হয়েছেন তিনি। তিনি বলেন, “প্যালেস্তাইনের রকেট হানায় ভারতও তাঁর এক নাগরিককে হারিয়েছে। এই মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। এছাড়া আরও যেসকল মানুষ এই হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁদের  প্রতি আমাদের শ্রদ্ধা।”