নিজস্ব প্রতিবেদন: লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ কাদাস্রোত (Mudslide)। ভেসে গেল সারি সারি বাড়িঘর। শনিবার সকালে জাপানের (Japan) রাজধানী টোকিওর আটামি এলাকার ঘটনা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। অর্ধনিমজ্জিত আগ্নেয়শিলা দ্বারা গঠিত ভূমির ঢালে অবস্থিত আটামি শহর। এলাকায় একাধিক উষ্ণ প্রস্রবণের জন্য পরিচিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, শনিবার সকালে হঠাৎই কাদামিশ্রিত কালো ঘোলা জলের সঙ্গে আবর্জনা ধেয়ে আসে শহরের দিকে। অসহায় অবস্থায় এদিক ওদিক ছুটতে আরম্ভ করেন স্থানীয়রা।  বর্তমানে উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলার বাহিনীর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত ১৯ জনের কোনো খোঁজ মেলেনি।



আরও পড়ুন: Paralympic Movement-এর হোতা Ludwig Guttmann-কে শ্রদ্ধা গুগলের


প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানে ভারী বৃষ্টিপাত চলছে। দেশের মধ্য এলাকার নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। একাধিক জায়গায় ধস নেমেছে। উপকূল এলাকায় হাই অ্যালার্ট জারি হয়েছে। 


আরও পড়ুন: মুম্বই ও পাঠানকোট হামলার দোষীদের শাস্তি দিক পাকিস্তান, ফের হুঁশিয়ারি ভারতের 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)